Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২১ এপ্রিল) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সৈয়দপুর সরকারি কলেজ, কামারপুকুর ডিগ্রী কলেজ, হাজারীহাট স্কুল এন্ড কলেজ, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজ, মকবুল হোসেন ট্রাস্ট বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, কিশোরগঞ্জ সরকারি কলেজে ওই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে ছাত্র নেতৃবৃন্দ জুলাই আগষ্ট আন্দোলনে অকুতোভয় সৈনিক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিভিন্ন কলেজে কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি, ছাত্রদল নেতা মাহামুদুল হাসান সুমন, নাঈম তানজিল, মো. জন, সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল কবির, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সিহাব ইসলাম, সাধারণ সম্পাদক হৃদয় প্রামানিক, কামারপুকুর ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক লিমন, হাজারীহাট স্কুল কলেজের সভাপতি মিরাজুল, সাংগঠনিক সম্পাদক আরাফাত জামান আপন, খালিশা বেলপুকুর কলেজ ছাত্রদল সভাপতি অন্তর, সাধারণ সম্পাদক রোহান, কিশোরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রোকন সহ সংশ্লিষ্ট কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান আগামি ২৪ ঘন্টার মধ্যে ছাত্রদল কর্মী পারভেজের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান। অন্যথায় সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।