শাহ আলম জাহাঙ্গীর , মুরাদনগর প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের ৭ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের উচ্চ ফলনশীল জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় বিনামূলে আউশের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। এসময় জনপ্রতি কৃষককে ১ বিঘা জমিতে চাষের জন্য ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পুর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া অনুকুল থাকলে এবং কৃষকরা সঠিকভাবে পরিচর্চা করলে এই বীজ থেকে চলিত মৌসুমে আশানুরূপ আউশ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।