হবিগঞ্জের মাধবপুর সীমান্তে ফের উত্তেজনা—ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে প্রকাশ্যে নির্মম নির্যাতন করেছে স্থানীয় ভারতীয় জনতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএসএফ সদস্যদের সামনেই দুই কৃষককে বেধড়ক মারধর করা হচ্ছে। তাদেরকে একটি পিকআপ ভ্যানে তোলার সময়ও মারধর অব্যাহত থাকে।
রোববার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই কৃষক—তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)—কে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
ভারতীয় বিএসএফ দাবি করেছে, ওই দুই ব্যক্তি বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। সেই অভিযোগেই তাদের আটক করা হয়।
এদিকে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ ঘটনায় দুই কৃষকের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই ঘটনা সামাজিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের মতে, সীমান্ত ব্যবস্থাপনা আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়া জরুরি।