মোঃ মামুন মোল্লা খুলনা ব্যুরো প্রধান:
খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই(নিঃ)বিপ্লব কান্তি দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করাকালে ২০ শে এপ্রিল রাত ১১ টার সময় খানজাহান আলী থানাধীন পথেরবাজার পুলিশ চেক পোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়ক থেকে যশোর চৌগাছা থানার আব্দুল রশিদের পুত্র আসামী মেহেদী হাসানকে একটি কালো রংয়ের ব্যাগ প্যাক এর ভিতর পত্রিকার কাগজ দিয়ে মোড়ানো এবং স্বচ্ছ কসটেপ দিয়ে প্যাচানো একটি প্যাকেটে ১৮ (আঠোরো) বোতল এবং অপর প্যাকেটে ০৭ (সাত) বোতল (প্লাস্টিকের) মোট ২৫(পঁচিশ) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে খান জাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন বাদীর এজাহার ভিত্তিতে খানজাহান আলী থানায় মামলা দায়ের করা হয় যার নং-১৪, তারিখ ২১ শে এপ্রিল ২০২৫ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ।