জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত alleged গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সরকারি কর্মকর্তাসহ মোট ১৬ জন আসামিকে।
রোববার তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার শুনানি গ্রহণ করবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই শুনানিতে অংশ নেবেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম।
মামলায় বলা হয়, ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন জায়গায় গণহত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যার পেছনে এই ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে।
আদালত আজ শুনানির পর পরবর্তী নির্দেশনা ও আদেশ দিতে পারে বলে জানা গেছে। মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিচারপ্রক্রিয়া ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।