Saiful Islam, Baufal Correspondent:
পটুয়াখালীর বাউফলে গতকাল রাতে অভিযান চালিয়ে ৫০০ পিচ ইয়াবাসহ আদাবাড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকার এবং ভাংচুর মারধরের মামলায় জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই মাদক কান্ডে জড়িত ছিলেন সেচ্ছাসেবক দলের নেতা লিটন খন্দকার। আর সেচ্ছাসেবকলীগের নেতা মশিউর রহমান বিএনপির সমাবেশে হামলা ভাংচুর ও মারধরের ঘটনায় জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। গতকাল রাতে উপজেলার নওমালা ইউনিয়ন ও আদাবাড়িয়া ইউনিয়নে অভিযান করে তাদের গ্রেফতার করা হয়। এসময় সেচ্ছাসেবক দল নেতার বাড়ীতে তল্লাশি চালিয়ে ৫০০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চাঁদাবাজীর ১৭টি মামলা রয়েছে। আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।