Faridpur District Representative:
মোঃআছাদুজ্জামান মিয়া
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, ইছাপাশা গ্রামের ওবায়দুর রহমান মুন্সিকে কে গত ১৭ এপ্রিল তার নিজ সয়ন কক্ষে স্ত্রী,পুত্র ও পুত্রবধূ পরিকল্পিত ভাবে শিলপাথরের পুতার আঘাতে হত্যার ঘটনায় স্ত্রী সাবিনা ও পুত্রবধূ শায়লা খাতুন গ্রেফতারের পর সঠিক বিচারের দাবিতে খুনের সঙ্গে জড়িত অপর অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নিহতের নিজ গ্রাম ইছাপাশা থেকে আহত সকল শ্রেণী পেশার শতশত প্রতিবাদী জনতা হত্যা কান্ডের ঠিক একদিন পরেই আজ ১৮ এপ্রিল শুক্রবার সন্ধায় থানায় এসে ওসির সাথে সাক্ষাৎ করে গ্রামের সহজ সরল ও নিরীহ মানুষ যাহাতে হয়রানি না হয় এবং ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীরা যেন পার না পায় তাদের কে দ্রুত গ্রেফতারের দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম প্রদান করেন গ্রামবাসী।
এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, ওবায়দুর রহমান মুন্সি হত্যা কান্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং গ্রামের নিরীহ কেউ যাহাতে অহেতুক হয়রানি না হয় সে মর্মে ও তিনি সকলকে অভয় প্রদান করেন।