Gaibandha Correspondent:
গাইবান্ধার সাদুল্লাপুরে রোকসানা বেগম (২৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর জগৎবাড় গ্রামে থেকে রোকসানা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রোকসানা বেগম ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের মেয়ে এবং ঐ ইউনিয়নের গয়েশপুর গ্রামের আল-আমিন মিয়ার স্ত্রী। তার একটি ছেলে (৫) রয়েছে। এছাড়া ৩ মাসের গর্ভবর্তী ছিলেন।
স্বজনরা জানান, ইতোপূর্বে স্বামী আল-আমিনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন রোকসানা । গেল ঈদের আগে স্বামীর সঙ্গে মনোমালিন্য ঘটলে বাবার বাড়িতে চলে আসে রোকসানা । গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে
রোকসানার সঙ্গে পারিবারিক বিষয়ে নিয়ে মা-ভাইয়ের ঝগড়া হয়।
আর এই অভিমানে শুক্রবার সকালে সবার অজান্তে ঘরের তীরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান,খবর পেয়ে রোকসানার মরদেহ উদ্ধার করা হয়েছে ।
মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।
Shahidul Haque
Gaibandha Correspondent