রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি লংগদুতে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টায় আব্দুল হামিদ (৫০) নামের এক বৃদ্ধকে আটক করেছে লংগদু থানা পুলিশ।
বুধবার বিকালে উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় নিজ বাড়িতে কন্যা শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে হামিদ।
স্থানীয়রা জানায়, ভিকটিম শিশু কন্যার পরিবারের অন্যরা যখন কৃষি কাজে ঘরের বাহিরে ছিল, ওই সুযোগে হামিদ তাদের বাড়িতে মাছ দেওয়ার অজুহাতে যায়। ঘরে কেউ না থাকায় ফুসলিয়ে ধর্ষণ চেষ্টা করে তখন শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে পুলিশে দিয়ে দেয়।
এবিষয়ে লংগদু থানার তদন্ত ওসি সরজিৎ গুপ্ত বলেন, ঘটনার সাথে সাথেই আমরা অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছি। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার কার্যক্রম চলছে।