আতাউর রহমান কাওছার, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে ২০২৪-২৫ অর্থবছওে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিপ-১ আউশ মৌসুমের ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস থেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক কৃষককে ৫ কেজি হারে উপশী জাতের ধান বীজ, ১০ কেজি হারে এমওপি ও ১০ কেজি হারে ডিএপি সার বিতরণ করা হয়। বিতরণ কার্যের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ইবনে জসিম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফ রব্বানী ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কয়েছ মিয়াসহ সুবিধভোগী কৃষকরা।