রাজধানীর পূর্বাচল এলাকায় প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের একটি আদালত। অভিযোগ অনুযায়ী, টিউলিপ নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের জন্য পূর্বাচলে প্লট আদায় করে দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, টিউলিপ যদি আদালতে আত্মসমর্পণ না করেন এবং জামিনের আবেদন না করেন, তাহলে তাকে পলাতক আসামি হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে তাকে ২৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি হাজির না হলে বাংলাদেশ পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে জানিয়েছেন দুদকের এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা আরও বলেন, যুক্তরাজ্য ১৯২৮ সাল থেকেই ইন্টারপোলের একজন সম্মানিত সদস্য। তাই রেড অ্যালার্ট জারি হলে যুক্তরাজ্যের কর্তৃপক্ষের দায়িত্ব হবে টিউলিপকে গ্রেপ্তার করে বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থা করা।
এদিকে টিউলিপ সিদ্দিক এ অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের আদালতে চলমান মামলাগুলো মোকাবিলার জন্য ইতোমধ্যে তার আইনজীবীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এই পুরো ঘটনায় আন্তর্জাতিক আইন, কূটনৈতিক সম্পর্ক এবং রাজনীতির জটিলতা একত্রে জড়িত হয়ে পড়েছে, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যকার সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।