Md. Monir Hossain Sohel
চাটখিল প্রতিনিধিঃ সুদূর ইউএসএ থেকে পরিচালিত হয়ে আসছে রুমা ও পরান চৌধুরী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের আয়োজনে পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে প্রায় অর্ধ লক্ষ টাকা মেধা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
নোয়াখালী চাটখিল উপজেলার সিংবাহুড়া গার্লস একাডেমিতে ১৪ (এপ্রিল) সোমবার সকাল ১১টায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
রুমা ও পরান চৌধুরী ক্রিয়েটিভ ফাউন্ডেশন মেধা বৃত্তি- ২০২৪ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও যুক্তরাষ্ট্র প্রবাসী মজিবুল হক চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ইলিয়াস হোসন, সিংবাহুড়া গার্লস একাডেমি গভর্নিং বডির সভাপতি জুলফিকার আলি পলাশ, রেজানুর পাটোয়ারী লিটন, সাইফুল আজম জগলু, জাকির হোসেন মজিদ, আলাউদ্দিন চৌধুরী কাজল, মোঃ রাসেল ও গভর্নিং কমিটির সকল সদস্য বৃন্দ। আলোচনা শেষে মেধা ভিত্তিক শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ করা হয়।