Pavipravi Representative:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম পহেলা বৈশাখ-১৪৩২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী এলাকা দুমকি উপজেলার স্থানীয় জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নতুন বাজার এবং পীরতলা বাজারের ব্যবসায়ীদের মাঝে বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড বিতরণ করেছেন। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের এই ব্যতিক্রমী ও আন্তরিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পটুয়াখালী জেলার দুমকি উপজেলা এলাকার সর্বস্তরের মানুষ।
শুভেচ্ছা কার্ড হাতে পেয়ে স্থানীয় জনগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা ভিসি মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আশেপাশের জনপদের সঙ্গে মিলে এক অভিন্ন উন্নয়নধারার অংশ। আমি সবসময় চেষ্টা করি দুমকির মানুষকে পাশে নিয়ে এগিয়ে যেতে। পহেলা বৈশাখ একটি আনন্দের দিন, এই আনন্দ শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তি এলাকার মানুষদের সাথেও ভাগ করে নিতে চেয়েছি।”
পীরতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহীন, এবং দুমকি উপজেলার প্রতিষ্ঠিত ব্যবসায়ী—রিয়াজ কাঞ্চন শহীদ, ফয়সাল আহমেদ, আবুল কালাম, জাকির হোসেন হাওলাদার, তপন ও মোঃ মাসুদুল আলম—পৃথকভাবে ভিসি মহোদয়কে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লেখেন “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসে এমন হৃদয়গ্রাহী উদ্যোগ আমরা এর আগে কখনো দেখিনি। তার মত একজন ভাইস-চ্যান্সেলরকে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত । তিনি যেভাবে স্থানীয় মানুষকে প্রতিটি কর্মকাণ্ডে মনে রাখছেন, তা অভাবনীয়।”
দুমকি উপজেলার শ্রীরামপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা বলেন,“এটা শুধু একটি শুভেচ্ছাই কার্ড নয়, বরং এটি বিশ্ববিদ্যালয় ও স্থানীয় জনসাধারণের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এক মেলবন্ধনের নিদর্শন।”
ব্যবসায়ী নেতা ও সাংবাদিক মোঃ সাইদুর রহমান খান এবং ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন, “২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ভিসি আমাদের মত সাধারণ ব্যবসায়ীদেরকে পহেলা বৈশাখে এভাবে স্মরণ করেছেন। এটি আমাদের আত্মিকভাবে ছুঁয়ে গেছে।” তারা আরও বলেন, “এমন উদ্যোগ শুধু উৎসব নয়, এটি ভালোবাসা এবং বন্ধনের প্রতীক। এতে বোঝা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সত্যিকারের জনগণের সাথে সম্পৃক্ত।”
বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন,“এ ধরনের আন্তরিক প্রয়াস স্থানীয় মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। বিশ্ববিদ্যালয় ও জনসাধারণের এই বন্ধন উন্নয়নের পথকে মসৃণ করবে।”
দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জামাল মৃধা এবং সাধারণ সম্পাদক মোঃ শহীদ সরদার বলেন, “কার্ডটা হাতে নিয়ে আমরা সত্যিই আবেগাপ্লুত হয়েছি। একটি ছোট উদ্যোগ কতটা বড় অনুভব জাগাতে পারে, তা এখন আমরা অনুভব করছি।” পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময়ের এই মহৎ আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হলো, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এবং তাঁর নেতৃত্বাধীন দায়িত্বশীল প্রশাসন শুধু একাডেমিক উন্নয়নেই নয়, সামাজিক সম্প্রীতিতেও সমান সচেষ্ট।