বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া থানায় হত্যার চেষ্টায় দায়েরকৃত মামলায় আসামিরা জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে ৬ আসামীকে জেল হাজতে প্রেরণ করেন। উপজেলার বাইশারী ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত্যু সোবহানের ছেলে আব্দুস সালাম বাদী হয়ে বাইশারী ইউনিয়নের কালাম বেপারী, শাহিন বেপারী, সোহেল বেপারী, সানি বেপারী, মামুন ব্যাপারী, মাসুম ব্যাপারী, মোরশেদ বেপারী, হারুন বেপারী, জলিল বেপারী, আল আমিন খাঁসহ আরো অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে বানারীপাড়া থানায় ১৪৩,৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭,৫০৬ ধারায় জি আর মামলা করা হয়। সেই মামলায় ১৩ এপ্রিল আসামিরা বরিশাল বিজ্ঞ আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে মামুন ব্যাপারী, মাসুম ব্যাপারী, মোরশেদ বেপারী, হারুন বেপারী, জলিল বেপারী, আল আমিন খাঁনকে জেল হাজতে প্রেরণ করে। প্রসঙ্গত বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত সোবাহান কাজীর ছেলে বাইশারী ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল কাজী (৪৬)র উপর গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এই ঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে যুবলীগ নেতা কামাল বেপারী, শাহিন বেপারী, সোহেল বেপারী, মামুন, মাসুম, আল আমিন খান, সানি, হারুন, জলিল, মোর্শেদ সহ অজ্ঞাত ৮-১০ জনকে আগামীকালে বানারীপাড়া থানায় মামলা দায়ের করে। সেই মামলায় আসামীদের বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণ করল।
জাকির হোসেন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি