দিনাজপুর প্রতিনিধি
৮৮২ কোটি টাকা ব্যয়ে মাত্র তিন বছর চার মাস আগে নির্মাণ কাজ শেষ হওয়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের অনিয়ম দুর্নীতি ও ত্রæটি সরেজমিন পরিদর্শন করেছে দুদক।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘন্টা দুদক দিনাজপুর কার্যালয়ের একটি টীম দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পরিদর্শন করেন।
এ সময় তারা বিভিন্ন অনিময়ম, কাজের গুনগতমান এবং বিভিন্ন স্থানে উঁচু-নিচু ঢেউ, গর্ত ও খানাখন্দ নিজ চোখে প্রত্যক্ষ করেন।
দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আতাউর রহমান সরকার অভিযানের নেতৃত্ব দেন।
উপপরিচালক মোঃ আতাউর রহমান সরকার বলেন, ৮৮২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হওয়া দিনাজপুর জেলা সদর থেকে ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট হয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহাসড়কের প্রায় ৬৬ কিলোমিটার রাস্তার বেহাল দশা। ঝুঁকি নিয়ে মানুষ ও যানাবাহন চলাচল করছে। সে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মাত্র ৩বছর ৪ মাসে একটি রাস্তার এ অবস্থা হতে পারে তা ভাবা যায়না। আমরা রাস্তাটি পরীদর্শন করলাম। বিভিন্ন অনিয়ম চোখে দেখলাম, আলামত সংগ্রহ করলাম,মানুষের সঙ্গে কথা বললাম। আমাদের সঙ্গে যে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ছিলেন। তারাও নমুনা সংগ্রহ করেছেন, যা যা মেপে দেখার দরকার মেপে দেখেছেন।
তিনি বলেন, আমরা যা দেখেছি ও নমুনা সংগ্রহ করেছি তা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিনাজপুর সড়ক ও জনপথ কার্যালয় সূত্র জানায়, ২০১৭-২০১৮ অর্থবছরে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুর ১০৬ কিলোমিটার ৪২ ফুট প্রশস্তকরণে ৮৮২ কোটি টাকা বরাদ্দ হয়। রাস্তাটি ৯টি গুচ্ছের মাধ্যমে আট ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১৮ সালের ১ জুলাই থেকে নির্মাণকাজ শুরু করে সংস্কারসহ প্রশস্তকরণ কাজ ২০২১ সালের ডিসেম্বর মাসে শেষ করে। প্রশস্তকরণ ও সংস্কারের কাজ শেষ করার দুই বছরের মাথায় আবারও রাস্তাটি দেবে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে।
তনুজা শারমিন তনু