উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় বিশ্বব্যাপী মজলুম ফিলিস্তিনিদের উপর হামলায় আহত ও মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং মহাসড়ক অবরোধ করেছে তৌহিদী জনতা। ১১ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে ও ইমাম ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে উজিরপুর উপজেলা, মিছিলটি উপজেলার উজিরপুর বাজার, টেম্পু ষ্ট্যান্ড উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইচলাদী বাসষ্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা বরিশাল মহাসড়কে দুই পাশে ৪/৫ কিলোমিটার হাজার গাড়ী আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সেক্রেটারি মাওলানা নকীব হাসান শেখ কাসেমাবাদী, হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান, উপজেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি ডিএম আল-আমিন সহ উজিরপুরের সর্বস্তরের জনগন, ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবং মহান আল্লাহর কাছে ইজরাইলির ইহুদী নিশ্চিহ্ন করতে ও ফিলিস্তিনি মুসলিমদের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Md. Mahfuzur Rahman Masum
Ujirpur Barisal Correspondent