সিলেট ব্যুরো:- সিলেট নগরীতে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড নির্ধারণ করে দিয়েছে সিলেট সিটি করপোরেশন। মহানগরের ৩০টি স্থানে এই স্ট্যান্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। উল্লেখিত ৩০ টি বৈধ স্ট্যান্ড ছাড়া বাকি সকল স্ট্যান্ডই অবৈধ।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখন থেকে মহানগরের আম্বরখানা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মদিনা মার্কেট, পাঠানটুলা, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, তেমুখী, টুকের বাজার, ভার্থখলা ক্বীন ব্রীজ সংলগ্ন, বাবলা পয়েন্ট, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্ত্বর, সামাদ চত্ত্বর, শেখঘাট জিতু মিয়া পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, শাহপরান মেইন গেইট, মেজরটিলা ইসলামপুর বাজার, বালুচর পয়েন্ট এম.সি কলেজ ছাত্রাবাস সংলগ্ন, কুশিঘাট, সিলেট এম. এ. জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখে, ধোপাদিঘীরপাড় এম. এ. জি ওসমানী শিশু উদ্যান, কাজিটুলা বাজার, জেল রোড পয়েন্ট, শাহী ঈদগাহ পয়েন্ট, কদমতলী ওভারব্রীজ সংলগ্ন, ভার্থখলা, চন্ডিপুল, সিরামপুর, জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ, সিসিক ২৮ নং ওয়ার্ডের মকন দোকান বাজার, শিববাড়ি বাজার।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, মহানগরের যানজট নিরসনে দীর্ঘ দিন ধরে নানা পরিকল্পনা হাতে নিচ্ছে সিসিক। গত বছর মহানগরের ৩০টি স্থানে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড করার পরিকল্পনা করা হয়। তা কার্যকর হয়েছে।
Trending
- পার্বত্য চট্রগ্রাম তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট উদ্বোধন করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল
- বিজিবির অভিযানে সাড়ে ৯ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য আটক
- নেত্রকোণার মদনে ছাগলে ধান ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত নারীসহ ১৮
- বানারীপাড়ায় হত্যাচেষ্টা মামলায় ০৬ আসামী জেল হাজতে
- সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে ভ্যান চালকের আত্মহত্যা
- গন্ধযুক্ত বোয়ালমারী হাসপাতাল, ব্যবস্থা নেই কর্তৃপক্ষের, স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা
- উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত সফল সিজারিয়ান অপারেশন
- চাকা পিষ্ট হয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের