নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) দুপুরে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায়।
স্থানীয় সূত্র, পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের আগে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রোবিনটেক্স গার্মেন্টসের প্রায় ৫০ জন শ্রমিককে হঠাৎ ছাঁটাই করা হয়। এ ঘটনার প্রতিবাদে সোমবার থেকেই শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি শুরু করেন।
বুধবার সকালে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের পরিকল্পনা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং শ্রমিকদের কাজে ফিরে যেতে অনুরোধ জানায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়।
শ্রমিকদের ছত্রভঙ্গ করতে যৌথবাহিনী লাঠিচার্জ করলে উত্তেজিত শ্রমিকরা পানির বোতল ও ইটপাটকেল ছুঁড়ে প্রতিরোধ করে। পরে দুপুর ১টার দিকে শ্রমিকরা মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে যানচলাচলে বিঘ্ন ঘটায়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান মিজান জানান, অবরোধ প্রত্যাহারের আহ্বান জানালে শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। এর পরপরই সংঘর্ষের সূত্রপাত হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সচেষ্ট রয়েছে বলে জানা গেছে।