গাজা ও রাফায় চলমান ইজরায়েলী হামলা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামীকাল বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, রাজধানীতে প্রতিবাদ ও সংহতি র্যালির আয়োজন করেছে।
র্যালিটি বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।
এ উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে র্যালিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, একইদিন দেশের সকল মহানগরেও একই ধরনের কর্মসূচি পালন করা হবে।
এ কর্মসূচির মাধ্যমে দলটি ফিলিস্তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে বলে জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু।