Kapasia (Gazipur) Representative: SM Masud
গাজীপুরের কাপাসিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় উপজেলার সনমানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। আজ মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত চেয়ারম্যান মোবারক হোসেন সনমানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। সবশেষ স্থানীয় সরকার নির্বাচনে সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে জয়লাভ করে এবং চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় একটি মামলা হয়,সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক পিপিএম বলেন, সকালে অল্প সময়ের ব্যবধানে ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন কে আটক করা হয়। তাকে আগস্টের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
SM Masud
Kapasia Gazipur