ফরিদপুর বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সভাপতি সদস্য সুভাস সাহা মাষ্টার মাইন্ডের একজন নেতা। যে কিনা খুব সহজে রাজনৈতিক দলে টাকার বিনিময়ে ঢুকে পড়ে ফয়দালুটেন।বিগত দিনে আওয়ামী লীগের সময় মাদক ব্যবসা অপরাধ মুলক কর্মকাণ্ডে জড়িয়ে থেকে টাকা দিয়ে পার পেয়েছেন। ফরিদপুর ১আসনের এমপি মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী আব্দুর রহমানেকে ব্যবহার করে কার্য্যশিদ্ধি লাভ করেছেন বিগত দিনে।
৫ ই আগষ্টের পরে আওয়ামী লীগের নেতারা গাঁঢাকা দিলেও তার কোন বেগ পেতে হয়নি।প্রশাসনের সামনে দিয়ে ঘুরে বেড়ান রাজনৈতিক প্রভাব পড়েনি তার প্রতি।
ইতিমধ্যে ফরিদপুর ১ আসনের হাতি মার্কার মাএ (৪৬০০) শত ভোট পেয়ে ১৬ দিনের এমপির কোলে বসে বিএনপি কর্মীদের নির্যাতনে মেতে উঠে বাড়ি ঘর পুড়িয়ে ভিটে ছাড়া করেছেন।
রেলওয়ের সরকারী জমিতে থাকা অসহায় ৫০ বছর বয়সী স্বামী পরিত্যাক্ত নিঃসন্তান মোসা. সামেলার বাড়ি পুড়িয়ে জমি দখল।মোসাঃ সামেলা থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে সুভাস সাহার সন্ত্রাসবাহিনী দিয়ে খুজে মেরে ফেলার হুমকি দেন। সামেলার জীবন বাচাতে,,খেয়ে নাখেয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান সামেলা। ০৭/০৪ নতুন করে সামেলা সহ ৩০ বছরের পুরান বসবাসকারী আরও ৫ টি অসহায় পরিবারকে উচ্ছেদ করার জন্য লিজ এনেছে দাবি করে থানায় লিখিত অভিযোগ করে।অভিযোগ দিতে গিয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ২ ঘন্টার মতো মতবিনিময় করে থাকেন। এ সময়ে বিএনপি নেতারা ওসি সাহেবের কাছে প্রয়োজনে যেতে পারছেননা বলে ক্ষিপ্ত হয়ে, জড়োহতে থাকেন স্থানীয় নেতা কর্মীরা। ঘটনাটি সুভাস সাহা টের পেয়ে বেরহয়ে যায়।থানা থেকে আওয়ামী লীগ অফিসের সামনে এলে অতর্কিত হামলার শিকার। গাড়ির গ্লাশ ভেঙ্গে শারীরক আঘাত করে কেবা কাহারা, ওদের হাত থেকে ছুটে গাড়ী নিয়ে পালিয়ে যায় সুভাষ সাহা।
বিএনপি মনোনয়ন প্রতাসী সামসুউদ্দিন মিয়া(ঝুনু) বলেন, সুভাষ সাহা আওয়ামী লীগের দোষর তিনি আওয়ামী লীগ ক্ষমতা থাকা কালিন
সরকারী রেলস্টেশন ভাঙ্গা মামলায় মুলতো রেল কর্মকর্তা বাদী হওয়ার কথা ছিল ।তানা করে সুভাস সাহা অতি উত্সাহী হয়ে নিজে বাদী হয়ে মিথ্যা আসামি দিয়ে বানিজ্য করে এবং নিরিহ মানুষ গুলিকে জেল খাটায়।
সৈয়দপুর, সাতৈর মিথ্যা বোমা বিস্ফোরণ মালায় আমাকে সহ আমাদের নেতা কর্মীদের জেল খাটিয়েছে। এখনো মামলার হাজিরা দিতে হয়।সুভাষ সাহা একটা আত্যঘাতি বোমার ও মাদক ভাইরাসের মতো যেখানে যায় ওখানেই বিস্ফোরণ ঘটায় তাকে দূরুত্ব গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে থানা প্রশাসনের দিকে আকর্ষণ করছি। মাদকের ব্যবসাকে পতিষ্ঠিত করতেই বিএনপির অর্থ লোভি হাইব্রিড নেতাদের হাত ধরে মরিয়া হয়ে উঠেছে বিএনপিতে যোগদিতে।আওয়ামী লীগের পদটিও তিনি মাদক ব্যবসাকে সয়লাব করার জন্য অর্থের বিনিময়ে বড় পদ নিয়েছিলেন। এখন আবার বিএনপিতেও পদের জন্য হন্যেহয়ে ঘুরছে নেতাদের ছত্রছাঁয়ায় থেকে মাদকের ব্যবসা সমাজে প্রভাব বিস্তারের লক্ষ্য এটাই মুল কারন বলে যানাযায়।
স্বামী পরিত্যক্ত সামেলার মামলার কথা জিজ্ঞেস করলে বোয়ালমারী থানা ইনচার্জ মো.মাহমুদুল হাসান বলেন আইন সবার জন্য সমান। আইন, আইনের গতিতে চলবে মামলা রুজু করা হয়েছে মামলা নাম্বার -১৩, তারিখ ০৮/০৪/২০২৫ ইং ধারা অগ্নিসংযোগ ১৪৩/৪৪৮/৩৩৬ /৩৪। আসামী ১/ সুভাস সাহা (৬০)(বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি সদস্য) পিতাঃ কালিপদ সাহা গ্রাম:বড়নগর ময়না।২/ গোবিন্দ পিতাঃ অজ্ঞাত সহ ১০/১২ জন
অজ্ঞাতনামা দিয়ে মামলা রুজু করা হয়েছে।সুভাস সাহার কথা জিজ্ঞেস করলে সুভাষ সাহা আওয়ামি লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আমি জানতাম না পরে জেনেছি আমি এখানে নতুন সবাইকে চিনতে আমার সময় লাগবে।
Faridpur Correspondent
মোঃ আসাদুজ্জামান মিয়া