Mr. Mizanur Rahman Badal, Manikganj:
মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন জামিন আবেদন করে আত্নসর্মপন করলে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থনা করলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যেই তিনি মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কোন কোন মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হলো এর সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
Messenger
Trending
- মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত, আহত ১৩
- গুম হওয়াদের পাশে নয়, আয়নাঘরেই সীমাবদ্ধ অন্তর্বর্তী সরকার: শামসুজ্জামান দুদু
- বাংলাদেশের মন্তব্যকে ‘অপ্রয়োজনীয়’ বললো ভারত
- পর্দার বাইরেও বাজিমাত, যে পথে কোটিপতি হলেন শিল্পা
- ভিনগ্রহে মিলল প্রাণের খোঁজ
- তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ
- ঢাকা হতে অপহৃত কিশোরী জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে মুক্তাগাছায় উদ্ধার
- দর্শনায় পুলিশ ব্যারাক থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার