Staff Reporter:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট শেখ ইছাহাক মিয়া গ্রাম্য সালিশ বৈঠকে সভাপতির দায়িত্ব নিয়ে বিবাদী পক্ষের আমানতি সাড়ে ৬ লাখ টাকা আত্নসাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সালিশ সভাপতির দুই সহচর শেখ নুরুদ্দিন ও শেখ মোসলেম উদ্দিন মিলে প্রতিপক্ষের বিরোধ মিমাংসার অজুহাতে সম্প্রতী আরও ১২ লাখ টাকা দাবী করে চলেছে বলেও অভিযোগ ভুক্তভোগীর।
জানা যায়, মাত্র ক’মাস আগে সালিশ বৈঠকের ওই সভাপতি দু’পক্ষের বিরোধ মিমাংসার জন্য বিবাদী পক্ষকে সাড়ে ১৩ লাখ টাকা দায়ধারা করে সব টাকা নিজের কাছে আমানত রাখার পর সবার অজান্তে বাদী পক্ষকে দিয়েছেন মাত্র ৭ লাখ টাকা। ফলে ঘটনার ক’মাস পর বাদী পক্ষ বাকী টাকা আদায়ের জন্য বিবাদীর নামে পুনঃরায় মামলা দেয়। এতে ভুক্তভোগী বিবাদী পক্ষ দ্বিতীয় দফায় অর্থদন্ডির শিকার হয়ে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Tanvir Tuhin