Mr. Mizanur Rahman Badal, Manikganj:
মানিকগঞ্জের সিংগাইরে ৯ কেজি গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানাপুলিশ।
রবিবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের মৃত হুমায়ুন কবিরের মেয়ে বিপাশা (২৭), শরীয়তপুরের গরীবের চর এলাকার সালাউদ্দিনের ছেলে মো. রাসেল(১৯), ময়মনসিংহের বিরই-দত্তের বাজার এলাকার মৃত আনছার আলীর মেয়ে নাজমা বেগম(৫৫)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিক আজম সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিংগাইর থানার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়া গ্রামের নারী মাদক ব্যবসায়ী বিপাশার বাড়িতে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা, গাঁজা পরিমাপে ব্যবহৃত সাদা রংয়ের একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই নারীসহ ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই দিনগত রাতে সিংগাইর থানায় তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে আসামীদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. তৌফিক আজম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যহত থাকবে।