আবাহনী লিমিটেডের হয়ে খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত চুক্তি না হওয়ায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবে যোগ দেন নাসির হোসেন। নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে আজই খেলতে নামলেন তিনি। বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখেন। আর তার দল রূপগঞ্জ টাইগার্সও পেয়েছে গুরুত্বপূর্ণ এক জয়, যা টেবিলের নিচের দিক থেকে তাদের একটু ওপরে নিয়ে এসেছে।
সোমবার ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নামে রূপগঞ্জ। প্রতিপক্ষ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে, যেখানে রূপগঞ্জ ছিল প্রায় তলানিতে—১১ নম্বরে। তবে এই ম্যাচে গাজী গ্রুপকে ৮ উইকেটে হারিয়ে রূপগঞ্জ উঠে এসেছে নবম স্থানে।
প্রথমে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ১৫৯ রানে থেমে যায়। রূপগঞ্জের বোলারদের মধ্যে মহিউদ্দিন তারেক নেন ৩ উইকেট, আর হুসনা হাবিব মেহেদী ও ফয়সাল নেন ২টি করে। ফিরে আসার ম্যাচে নাসির ১০ ওভারে দেন মাত্র ৩১ রান, তুলে নেন একটি উইকেট, আর তার বোলিংয়ে প্রতিপক্ষ চাপে পড়ে যায়।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রূপগঞ্জের দুই ওপেনারই শক্ত ভিত গড়ে দেন। আবদুল মিজ ৫৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, আর অমিত মজুমদার খেলেন ৭৬ রানের কার্যকর ইনিংস। নাসির তিনে নেমে করেন ৯ রান, যদিও ততক্ষণে জয় সহজ হয়ে গেছে। শেষে আসাদউল্লাহ আল গালিব ও অধিনায়ক আল-আমিন জয় নিশ্চিত করেন।
এই জয়ে লিগে রূপগঞ্জ টাইগার্সের দ্বিতীয় সাফল্য ধরা দেয়। ৫ পয়েন্ট নিয়ে তারা এখন ৯ নম্বরে। রাউন্ড রবিন পর্বের বাকি দুই ম্যাচ জিততে পারলে রেলিগেশন থেকে বাঁচার সম্ভাবনাও তৈরি হতে পারে।