Md. Sayedur Rahman, Staff Reporter
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল ) ১১ টার সময় শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-আরিচা মহাসড়ক এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ করা হয়।
প্রতিবাদ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এসময় সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে অনতি বিলম্বে ইসরায়েলর সকল প্রকার অমানবিক নিষ্ঠুরভাবে নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করতে হবে।এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এসময় উপস্থিত সকলের উদ্দেশ্য ইসরায়েলেী পন্য বয়কটের আহবান জানান বক্তরা।
শিবালয় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।