ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আজ (রোববার) দুপুরে আত্মহত্যার চেষ্টা করেছেন। জানা গেছে, ঢাকার নিজ বাসায় তিনি এই চেষ্টা করেন এবং পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর লালমাটিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ছাত্রদলের সাবেক নেতা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে উর্মি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বা একাধিক ফেসবুক আইডি থেকে উর্মিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তিনি নিজেই ফেসবুকে প্রতিবাদ জানিয়েছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, এসব ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কেউ তার পাশে না দাঁড়ানোয় মানসিকভাবে ভেঙে পড়েন উর্মি। তার বোন, মহিলা দলের নেত্রী ফাতেমা তুজ জোহরা এক ফেসবুক পোস্টে লিখেছেন, হতাশা থেকেই হয়তো উর্মি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
আত্মহত্যার চেষ্টা করার আগে উর্মি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন: “সরি আব্বু-আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।”
ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা কামনায় অনেকেই পোস্ট দিচ্ছেন এবং দোষীদের বিচারের দাবি তুলেছেন।