মো.সুমন মৃধা,দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর প্রাণ ফিরতে শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। পরিবার পরিজনের সাথে ঈদুল ফিতরের আনন্দ উদযাপন শেষে প্রিয় ক্যাম্পাসে আসতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আড্ডার কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট (পশ্চিম) গেইট, সেকেন্ড (পূর্ব) গেইট, রুপালী ব্যাংক (দক্ষিণ) গেইট, বকুল তলা চত্ত্বর, মুক্ত বাংলা চত্ত্বর, লালকমল লেক, নীলকমল লেকের পাড়, টিএসসি মোড়, তাপসী রাবেয়া হলের সামনে, শহীদ জিয়া হলের সামনে, একেরামত আলী হল ও বিজয় ২৪ হলের সামনে, সৃজনী বিদ্যানিকেতন এলাকা, শহীদ মিনারের পাদদেশসহ বিভিন্ন স্পটগুলোতে প্রাণের সঞ্চার হয়েছে।
রবিবার(৬ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তর ও বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিস কার্যক্রম, অফিসের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নেন।

এ সময় উপ- উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র উপপরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ ও উপরেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরুর আগে ও পরের শুক্র ও শনিবারসহ মোট ১৪ দিনের ছুটি ছিল । এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু ছিল।