সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ ব্যক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, মাওলানা আজহারুল ইসলাম, অধ্যাপক কাজী মো সাইফুল্লাহ প্রমুখ।
এ ছাড়াও নিকলী উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মু আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মু রমজান আলী, বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম। বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মু, হাবিবুর রহমান, কারার লোকমান হোসেন, মু, মতিউর রহমান, মাওলানা আরিফ খান, মু, শফিকুর রহমান, অধ্যাপক মু হাবিবুর রহমান প্রমুখ।
বাজিতপুর উপজেলার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা আমীর মু ইয়াকুত আলী।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মু রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম।, উপজেলা নায়েবে আমীর ফারুক আহমদ প্রমুখ।