সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
মৃত হাজতি সুজিত চন্দ্র দে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ঠাকুরহাটি গ্রামের মৃত বদির চন্দ্র দের ছেলে।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতরাত ১টা ৪০ মিনিটে সুজিত চন্দ্র দের বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।’
জেল সুপার আরও বলেন, ‘সুজিত চন্দ্র দে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে হাজতি হিসেবে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি মিঠামইন থানার বিস্ফোরক উপাদান আইনসহ সংঘর্ষের মামলায় গ্রেপ্তারকৃত আসামি ছিলেন। তার হাজতী নং- ১২২৯/২৫। তার মরদেহ সমস্ত আইনী প্রক্রিয়া শেষে আজ বিকেল ৪ টায় তার আপন বোনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে’।