Nazmul Hossain, Thakurgaon Correspondent:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবুল হোসেন মজুমদারের ছোট ছেলে এলাকার
কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান মুকুল মজুমদার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তার নিজ উপজেলাবাসী তাকে গণসংবর্ধনা দিয়েছেন।
বুধবার (২এপ্রিল) রাত ১০ টায় পৌর শহরের শিবদিঘি কাঁচা বাজার মার্কেটে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাণীশংকৈল উপজেলাবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি রজব আলী, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এন্তাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ ফরিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাণীশংকৈল পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মতিন বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ সহ আরো অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে বিভন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক, সুধীজন,বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে এলাকার কৃতি সন্তান সহকারী অ্যাটর্নি জেনারেল মোস্তাফিজুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।