মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা ইমামা-উলামা পরিষদের উদ্যোগে “ফিলিস্তিনে গাজায় বর্বর ইসরাইলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসন”র প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।২৮শে মার্চ শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিলটি সদরের সারা বাজার প্রদক্ষীণ করে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ কারীরা প্রতিবাদী বক্তব্য তুলে ধরেন উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতৃবৃন্দ।
ফিলিস্তিনে গাজায় মুসলিমদের উপর নির্মম হামলা ও অত্যাচার বন্ধ কারার জন্য কঠোর হুশিয়ারীদেন এবং সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ওয়ার আহ্বান জানান। এছাড়াও বাংলাদেশে বাজারজাত থাকা ইসরায়েলের সকল ধরনের পণ্য বয়কটের আহ্বান জানান বক্তাগণ। এসময় বক্তাগনের মধ্যেঅংশনেন মধ্যনগর মহিলা মাদ্রাসার খতিব আমির মাওলানা আব্দুল ওয়াহিদ,ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মাওঃজিয়াউর রহমান,মাওঃ আব্দুল কুদ্দুস,সমন্বয়ক মোঃরাব্বি হাসান,মাওঃহাফেজ সাইফুল ইসলাম,মাওঃখালেদ সাইফুল্লাহ,মাওঃমোঃ ইসমাইল প্রমুখ।