রিপন মারমা কাপ্তাই:
রাঙ্গামাটি কাপ্তাই জাতীয় উদ্যানে ৯ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন প্রায় ১০ কেজি।
শুক্রবার (২৮ মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অজগরটি অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মো: মাসুম আলম ও মো: আবু কাওসার এছাড়াও উপস্থিত ছিলেন,কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
কাপ্তাই রেঞ্জ অফিসার মো: ওমর ফারুক স্বাধীন জানান,আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট সংলগ্ন শিলছড়িতে পরিত্যাক্ত নেটে ১০ কেজি ওজনের একটি অজগড় সাপ আটকা পড়ে। এটি বন বিভাগের নজরে আসলে, সুষ্ঠভাবে উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী রেঞ্জের সদর বিটের নিরাপদ ও ঠান্ডা পরিবেশে অবমুক্ত করা হয়।