গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে পুনাক, রংপুর মেট্রোপলিটন।
রংপুর মেট্রোপলিটন পুনাকের সভানেত্রী মাহমুদা হোসেন দৃষ্টি সংস্থা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উপহার বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই ন ম শাহরিয়ার, সিনিয়ারের স্টাফ রিপোর্টার, বাংলা এফএম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম সরদার।
অনুষ্ঠানে রংপুর পুনাক সভানেত্রী মাহমুদা হোসেন বলেন, দেশের দরিদ্র মানুষের জন্য কাজ করাই পুনাকের অন্যতম প্রধান লক্ষ্য। সেই হিসেবেই আজকে আমরা অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার প্রদান করছি। আমরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে আছি এবং ভবিষতেও থাকব ইনশাল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোছাঃ দিল আখতার জাহান, রিফাত জাহান তিশা, নিয়তি রায় পিংকি, রোকসানা বেগমসহ পুনাকের অন্যান্য সদস্যরা।
