নিজস্ব প্রতিবেদক:
জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের ঢালার পাড় এলাকায় মো. মোজাম্মেল মিয়ার বাড়িতে জসিম মিয়া(৪৫) এর নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল দেশিয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। জানা যায় জসিমের নেতৃত্বে সংঘবদ্ধ দলটি মো. মোজাম্মেল এর বসত ঘরে প্রবেশ করে যাবতীয় আসবাবপত্র ভেঙে ফেলে তার বিধবা মাকে রড দিয়ে সারা শরীরে আঘাত করে এবং দুই ভাইকে মারাত্মক আঘাত করে। একই সময় জসিমের নেতৃত্বে আসা সংঘবদ্ধ দলটি বসত ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, আসবাবপত্র, টিনের বেড়া ও ঘরের চালসহ সব কিছু খুলে লুট করে নিয়ে যায়। এ নির্মম হামলার ঘটনাটি ঘটে ২৪ মার্চ ভোর ছয়টায়।
এ ঘটনায় মোজাম্মেলের মা ও তার দুই ভাই করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ঘটনার সত্যতা সম্পর্কে এলাকাবাসী জানান সকালে ঘুমের মধ্যে হঠাৎ বাড়ি ঘর ভাঙ্গার শব্দ শুনে মোজাম্মেলের বাড়ি এসে দেখতে পান জসিম ও তার দলবল মিলে মোজাম্মেল বাড়ি ঘর ভাংচুর করে নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় করিমগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী মোজাম্মেল।
Trending
- সিলেটে বিএনপি ও যুবদলের সংঘর্ষে ১৫ জন আহত, এলাকায় উত্তেজনা
- কেন্দ্রের বিপুল ঋণ গ্রহণের পরিকল্পনা: আসন্ন আর্থিক বছরে ৮ লক্ষ কোটি টাকা ঋণ নেবে মোদী সরকার
- কালীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা আটক
- জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন
- রংপুরে ডিবি’র অভিযানে তিন কেজি গাঁজা উদ্ধার
- যুক্তরাষ্ট্রে ব্রায়ান থম্পসনের হত্যায় মৃত্যুদণ্ডের আবেদন, লুইজি ম্যানজিওনের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ
- মাদারীপুর ঘুরতে গিয়ে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টা