ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এক মেধাবী মেডিক্যাল ছাত্রের ‘ঝুলন্ত লাশ’ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে দুর্বৃত্তরা হত্যা করে তার হাত বাঁধিয়ে গাছে ঝুলিয়ে রাখে। নিহত ছাত্রের নাম ডালিম আহমেদ (২৬), যিনি সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।
আজ (২৭ মার্চ) দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডালিম আহমেদ কিছুদিন আগে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং সে কারণে মেডিক্যাল কলেজ ছেড়ে বাড়ি চলে আসেন।
স্থানীয়রা জানান, আজ সকালে খাগাতুয়া গ্রামের কাছে একটি পুকুরের পাশে কড়ই গাছে ডালিমের মরদেহ ঝুলতে দেখা যায়। তার হাত দুটি দড়ি দিয়ে বাঁধা ছিল, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবেই সন্দেহ করছে।
ডালিমের পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, প্রাথমিক অবস্থায় এটি হত্যাকাণ্ডই মনে হচ্ছে।