Utfal Barua
আমাদোরা,পর্তুগালে আমাদোরা ইসলামিক সেন্টারে মসজিদের সেক্রেটারি রুবেল আহমেদ এর পরিচালনায় মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার (২৫ মার্চ) ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রমজান মাসের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে এই অনুষ্ঠানে আমাদোরা ও আশেপাশের অঞ্চলের শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদোরা ক্যামেরা মিউনিসিপালিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ভিতর পেরেইরা , প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সিআরসিআইপিটির কেন্দ্রীয় সভাপতি আবু নাইম মু শহীদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামেরা মিউনিসিপালিটি সিন্ত্রার ডেপুটি জনাব কার্লোস রামোস, মাতৃম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন, সমাজকর্মী ফরিদ আহমেদ পাটোয়ারী, সিআরসিআইপিটির কেন্দ্রীয় সেক্রেটারি হাফেজ মোস্তাফিজুর রহমান, আনা ভেনান্সিও মেম্বার অফ ক্যামেরা মিউনিসিপাল আমাদোরা , মাওলানা ওলিউর রহমান চিশতী ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা রমজানের শিক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এরপর সন্ধ্যায় সম্মিলিতভাবে রোজাদাররা মাগরিবের আজানের সাথে ইফতার করেন।
আমাদোরা ক্যামেরা মিউনিসিপালিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ভিতর পেরেইরা বলেন, এই মাহফিলের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সুন্দরভাবে পরিচিত হচ্ছি এবং সম্প্রদায়ের বন্ধন দৃঢ় করছি। রমজানের এই পবিত্র সময়ে সবাইকে ধর্মীয় মূল্যবোধ ও সহমর্মিতা চর্চার আহ্বান জানাই।”
এতে আরো উপস্থিত ছিলেন আবু তাহের সুমন, মিজানুর রহমান, শেখ ফরিদ রাহাত, বজলুর রহমান, মারুফ আহমেদ, ওমর ফারুক, সাইফুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রাসেল আহমদ প্রমুখ।
অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করে আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।
স্থানীয় মুসলিম কমিউনিটি আশা প্রকাশ করেছে যে, এই ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান ভবিষ্যতেও চলমান থাকবে, যা মুসলিমদের মধ্যে ঐক্য ও আত্মীয়তা বৃদ্ধি করবে।
মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহর দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।