কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল সরকারি কলেজ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
মঙ্গলবার(২৫ মার্চ) কবি নজরুল সরকারি কলেজ ২১২ নং রুমে ময়মনসিংহ এর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুজিবুল হক রিপনের সভাপতিত্বে ও কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম জে এইচ নোমানের সঞ্চালনায়
অতিথিবৃন্দ বলেন, নতুন বাংলাদেশে আমরা সকল সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।আগে ক্যাম্পাস গুলোতে এমন পরিবেশ ছিলো না।বাংলাদেশের ইতিহাসে যেন আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার না আসে।আমরা আশা করি বৃহত্তর ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ যেন ময়মনসিংহ থেকে আগত শিক্ষার্থীদের জন্য কাজ করে।তাদের সকল সুযোগ সুবিধা দেখতে হবে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর মহাসচিব এ্যাডভোকেট আফজাল হোসাইন মৃধা,এ্যাডভোকেট আতিকুর রহমান আতিক এ.পি.পি. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৬ ঢাকা,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ ভূঁইয়া,কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব মো:, নাজমুল হাসান, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক আহমদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক সজিব হোসেন স্বাধীন, এ্যাডভোকেট মো: শাহীন হোসেন,ডা: মাকসুদা পারভীন মুক্তি,সংশপ্তক এর চেয়ারম্যান শাহআলম মানিক,বিশিষ্ট ব্যবসায়ী কাফি ভূঁইয়া,বাংলাদেশ পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো: মাসুদ রানা,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সাব্বির,কবি নজরুল সরকারি কলেজের ছাত্রশিবির সভাপতি বায়জিদ মাহমুদ, বিতর্ক ক্লাবের সভাপতি জাকারিয়া বারী সাগর সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ।