মোঃরেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণ পাড়া উপজেলার অনন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য অনন্তপুর গ্রামের ১৯ জন শিশু ও কিশোরের মাঝে ছয়টি বাইসাইকেল সহ ১৯ টি পুরস্কার প্রদান করা হয়। মঙ্গলবার অনন্তপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে ইফতার পূর্ব সময়ে এসব পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন অনন্তপুর গ্রামের রোশন আলীর ছেলে আবির হোসেন (১৩) মোরশেদ আলমের ছেলে আরমান (১৩)সুমন মিয়ার ছেলে ইসমাইল (১২)মাহবুব আলমের ছেলে আবু সুফিয়ান মাইন (১২)মারুফ মিয়ার ছেলে আনাস (১১)নাসির উদ্দিনের ছেলে জুনায়েদ( ৯)। তারা প্রত্যেকে একটি করে বাইসাইকেল উপহার পায়। এছাড়াও আরো ১৩ জনকে বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অনন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইসলামাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এমদাদুল হক, মসজিদ কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, জাতীয়তাবাদী যুবদল শশীদল ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহবুব আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুরস্কার বিতরণী পুর্ব আলোচনায় জামে মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা এমদাদুল হক জানান, এই এলাকাটি সীমান্তবর্তী এলাকা এখানে মাদকের ব্যাপক ছড়াছড়ি তাই এলাকার শিশু-কিশোরদের কে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং তাদেরকে নামাজ মুখি করতে এলাকাবাসী ও কিছু প্রবাসী ভাইদের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে, যুবদল নেতা মাহবুব আলম জানান ভবিষ্যতে এলাকাবাসী ও প্রবাসীদের সাহায্য সহযোগিতা পেলে এ ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। পুরস্কার কার্যক্রমে আর্থিকভাবে সহযোগিতা করেন পর্তুগাল প্রবাসী ফারুক আহমেদ, সৌদি প্রবাসী আব্দুর রহিম,প্রবাসী সাইদুর রহমান, সুমন মেম্বার ও এলাকাবাসী।