বিকেএসপির মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নামেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তিনি। তবে খেলা চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে প্রথমে বিকেএসপিতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে তার শারীরিক অবস্থা হেলিকপ্টারে ভ্রমণের উপযুক্ত না হওয়ায় আপাতত ফজিলাতুন্নেছা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। বিসিবির পরিচালক ও কর্মকর্তারা তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। তার সুস্থতার জন্য দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের দোয়া কামনা করা হচ্ছে।