(Barisal) Representative
বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩/৩/২০২৫ ইং রবিবার রবিবার বাদ আসর সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরমোনাই কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির হযরত মাওলানা গাজী জাফর আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার সেক্রেটারি মাওলানা কাওসারুল ইসলাম, জেলা শাখার সদস্য মাওলানা ইব্রাহিম মৃধা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সেক্রটারি মাহমুদুল হাসান জাহাঙ্গীর, গণধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি আবিদ মাহমুদ সজল, নিয়ামতি ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুস সবুর প্রমূখ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।