Staff Correspondent
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভারতীয় নাগরিক তাজিনদার সিং (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ভারতের পাঞ্জাব রাজ্যের লদিহানা জেলার বাসিন্দা এবং দাউদকান্দির মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামক একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (তারিখ) সকালে মোহাম্মদপুরের সিংগুলা গ্রামে ভাড়া বাসায় এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে নিজের কক্ষে নিয়ে যান তাজিনদার সিং। সেখানে তিনি শিশুটিকে স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ উঠে। এ সময় পাশের কক্ষে থাকা আরেক শিশু ঘটনাটি দেখে তার মাকে জানায়। পরে শিশুটির মা চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।