মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সোনা মসজিদ যুবসমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঐতিহাসিক সোনামসজিদ চত্বরে ২০ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় দুস্থ অসহায় দরিদ্র পরিবার ও বিশিষ্ট জনের মাঝে পবিত্র কোরআন উপহার প্রদান ও ইফতার সামগ্রী বিতরণ করা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাব্বির আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ওমর ফারুক সুমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাবানুল নূর ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব হাফেজ মাওলানা মোঃ গোলাম রাব্বানী, তিনি বলেন আজকের এ মহতি অনুষ্ঠানে যে আয়োজন করা হয়েছে দুস্থ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শুধু রোজার মাসেই নয়। স্থানীয় সম্পদশালী ব্যক্তিদের উচিত সারা বছর এসব দুস্থ অসহায় ও গরিব মানুষদের খোঁজ খবর নেওয়া। তাদের প্রাপ্য যাকাতের টাকা দান সবই তাদেরকে খুঁজে খুঁজে পৌঁছে দেওয়া উচিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এবং তার খলিফাদের সময় এমনই করা হতো।তিনি এ ব্যাপারে সমাজের সম্পদশালী ব্যক্তিদের নিজ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান । নিঃসন্দেহে এটা ট্রাস্টের মহতি উদ্যোগ আমরা সকলেই এ ট্রাস্টের উত্তরোত্তর উন্নতি কামনা করছি । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ ইসলামী ব্যাংকের এসপিও জনাব মোঃ আশরাফ উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুর আমিন, মোহাম্মদ মামুন অর রশিদ, শিক্ষক মোঃ তোরিকুল ইসলাম, ডাক্তার শফিকুল ইসলাম ও মোজাম্মেল হক নাঈম প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোনামসজিদ যুব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক, জনাব মোঃ আব্দুল মোতালেব। অনুষ্ঠান শেষে দুস্থ গরিব অসহায় পরিবারের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করা হয় । এছাড়া বিশিষ্ট জন ও অন্যান্যদের মাঝে ধর্মীয় গ্রন্থ সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয় বলে জানা গেছে।