এম এ আউয়াল আশিক :
সিরাজদিখানে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়োতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে সিরাজদিখান উপজেলা পরিষদ পুরাতন সভাকক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমির মওলানা কবির হোসাইন এর সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী সেক্রেটারি মোঃ ওয়াশিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি ও মুন্সীগঞ্জ -০১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো. খিদির আব্দুল সালাম। আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ইমতিয়াজ বাবুল, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, বাংলাদেশ জামায়েত ইসলামী কর্মপরিষদ সদস্য মোঃ মহিউদ্দিন মুরাদী, রশুনিয়া ইউনিয়ন জামায়েত ইসলামী আমির আব্দুল আলী প্রমুখ। সভায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন বিগত দিনে পুলিশ সাংবাদিকদের সঙ্গে এ সংগঠনটির সম্পর্ক তুলে ধরে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাংবাদিকরা তাদের কলম ধরেছিল এবং অনেকেই জীবন দিয়েছিল, অনেকে কারাবরণ করেছিল। তাদের অবদানকে অস্বীকার করার উপায় নেই। আপনারা সঠিকভাবে কাজ করলে পথ হারাবেনা বাংলাদেশ। আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের কর্মকান্ড তুলে ধরবেন এবং আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই জনপদকে একটি মডেল, পর্যটন নগরী এবং শিল্প এলাকা হিসেবে গড়ে তুলবো। মাহে রমজান সংযমের মাস, এ মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছিল আর তাই পবিত্র মাহে রমজানের শিক্ষা থেকে জীবন ধারণ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। পরে মুসলিম উম্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণে মুনাজাত করা হয়। অনুষ্ঠানে সিরাজদিখানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।