Md. Sohel Rana
Special Correspondent
বাংলা এফএম মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজান ও যাকাত শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ই মার্চ (মঙ্গলবার) উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী সেতু সংলগ্ন বিক্রমপুর আদর্শ ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪ নং কেয়াইন ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাদ আসর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি, জনাব মোঃ খিদির আব্দুস ছালাম’র সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ওয়াসিম মিয়া’র সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে ইফতার পূর্ব পর্যন্ত পবিত্র মাহে রমজান ও যাকাত শীর্ষক আলোচনা হয়। পরে দোয়া ও ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা এবিএম মহিউদ্দিন আল হোসাইনী।
আনুমানিক ২ হাজার রোজাদার ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলটিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব আ.জ.ম রুহুল কুদ্দুস।
প্রধান অতিথি বলেন, মহান মাবুদের লাখো কোটি শুকরিয়া, আমরা দীর্ঘ ১৭ বছর পর খোলা ময়দানে একটি ফরজ এবাদতরত অবস্থায় মহান রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণার সুযোগ পাচ্ছি। সকল শহীদদের ত্যাগ, কোরবানী, শাহাদাতকে আল্লাহ কবুল করুন। ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত এবং প্রশাসনের পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই যদি তাকওয়াবান ও মুত্তাকী হয় তাহলে নিমিষেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জামায়াতে ইসলামী সুদীর্ঘ বছর ধরে এই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে।আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া এ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। যে কারণে যারা রাজনীতির নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি করে তারা জামায়াতকে মানুষের সংস্পর্শ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এই রমজানে সবাইকে তাকওয়ার নীতি অবলম্বন করে দেশকে একটি কল্যাণ রাষ্ট্র করার আহ্বান জানান।
প্রধান আলোচক, মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও মুন্সিগঞ্জ-১ সংসদীয় (সিরাজদিখান-শ্রীনগর) আসনের এমপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জননেতা জনাব একেএম ফখরুদ্দিন রাজি।
প্রধান আলোচক বলেন, আল্লাহ তায়ালা রোজা ফরজ করেছেন আমাদের তাকওয়া অর্জনের জন্য। রোজাদারদের দুটা খুশি, একটি হলো ইফতার, আরেকটি হলো জান্নাতে আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ। যারা রমজানে রোজা রাখবেন আল্লাহ তাআলা তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন।
আল্লাহ আমাদের চলার জন্য গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছেন। এই কোরআন অনুযায়ী চললে আল্লাহতালা আমাদের সম্মান, ইজ্জত ও মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।
এই কোরআন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে সেই সমাজ ও রাষ্ট্রের সম্মান ও মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। যারা কোরআনের কথা বলে যারা কোরআনের রাজ কায়েম করতে চায় আমরা তাদের সাথে আছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের কাছে পরীক্ষিত একটি দেশ প্রেমিক, একটি আদর্শিক, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, শান্তিপ্রিয় একটি কাফেলা ও সংগঠন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আপনাদের সামনে প্রার্থী উপস্থাপন করেছে।
আজকের উপস্থিতি প্রমাণ করে আগামী দিনে জামায়াতে ইসলামিকে মানুষ ক্ষমতায় দেখতে চায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখার সাবেক আমীর জনাব মাওলানা মোঃ আব্দুল আউয়াল জিহাদী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ মজিবুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখার আমীর জনাব মাওলানা মোঃ কবির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, কেয়াইন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাওলানা মোঃ ইসরাফিল হোসেন, রাজানগর ইউনিয়ন সভাপতি, জনাব ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সিগঞ্জ জেলা শাখার আইসিটি সেক্রেটারী মোঃ নুরুল আমিনসহ থানা নেতৃবৃন্দ,
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাফি মাহমুদ, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ ইউনুছ আলী, মোঃ জামাল হোসেনসহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগণ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ অত্র ইউনিয়নের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।