Mohammad Masud Majumder:
কুমিল্লার ঐতিহ্যবাহী বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ বাদ আসর বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমেদ এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নু এমং মারমা মং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব জুনাব আলী, সাবেক সভাপতি নাসিরউদ্দিন লিংকন, বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য , আলহাজ্ব আমির হোসেন, সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, দাতা পরিবারের সদস্য ও বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আখতারুজ্জামান, দাতা পরিবারের সদস্য ও বিসি আই সির এর সাবেক জেনারেল ম্যানেজার ফারুকুল ইসলাম, মোঃ মোতালেব হোসেন পাটোয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন দাতা পরিবারের সদস্য আলহাজ্ব মোঃ জাকির হোসেন, আওলাদ হোসেন দুলাল, বরুড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আবুল হাসেম, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মোঃ আমান উল্লাহ সহ বরুডা হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক, দাতা সদস্য, শিক্ষক, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফজলুর রহমান।