Shahjahan Ali Manon,
Saidpur (Nilphamari) Representative:
নীলফামারীর সৈয়দপুর শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক একাডেমীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকাল ৫ টায় প্রতিষ্ঠানের হলরুমে এ উপলক্ষে ‘রমাজানের শিক্ষা ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী সমাজ কল্যাণ ট্রাষ্টের সভাপতি গোলাম মোস্তফা বিএসসি, পোড়ারহাট আলিম মাদরাসার উপাধ্যক্ষ তাফসীরকারক ইসলামী বক্তা মাওলানা মাহমুদুল হাসান।
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আল ফারুক একাডেমীর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর সৈয়দপুর শহর আমীর শরফুদ্দীন খান। সঞ্চালনায় ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক আব্দুল আউয়াল ও সাদিকুল ইসলাম, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, নীলফামারী চেম্বার অব কমার্সের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মো. ইমতিয়াজ, হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলম, প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াৎ শাহ।