গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উদ্যোগে তৃতীয়বারের মতো ইউকে কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ রবিবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে আয়োজিত এ প্রতিযোগিতা বিকাল ৪টায় শুরু হয়।
জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানুর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ তালহা রহমান।
প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। এরপর প্রতিযোগিতার বিচারকগণ বক্তব্য প্রদান করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন— ইকরা একাডেমির ইমাম হাফিজ মাওলানা আব্দুল মুআইমিন সুন্নাহ, ইসা ইবনে মরিয়ম মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া, ওয়েস্টফেরি কমিউনিটি মসজিদের ইমাম আব্দুল বাছির।

এছাড়াও, গত দুই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ইউসুফ আব্দুল কাদির, হাফিজ তালহা রহমান, ও তামজিদ আল কাদির উপস্থিত থেকে প্রতিযোগীদের অনুপ্রাণিত করেন ও তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ। তিনি বলেন, “এ ধরনের প্রতিযোগিতা নতুন প্রজন্মকে কোরআনের প্রতি অনুরাগী করে তুলবে এবং ইসলামি শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লন্ডনের কমিউনিটিতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা করি।”
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আহমেদ আজম, দ্বিতীয় স্থান ইসমাইল আহমদ এবং তৃতীয় স্থান অর্জন করেন আয়ান আহমেদ সাদ। অনুষ্ঠানে বিজয়ীদের সার্টিফিকেট সহ নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়াও ফাইনাল রাউন্ডের সকল প্রতিযোগীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডেগেনহাম ও বারকিং কাউন্সিলের সাবেক মেয়র ফারুক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, ভাইস চেয়ারম্যান ও ইউকে কেরাত প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম ও সাবেক সভাপতি ফেরদৌস আলম, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাচন সংক্রান্ত পরিচালনা কমিটির সদস্য আব্দুল বাছির, সোশ্যাল ট্রাস্টের ট্রেজারার সাইফুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল মতিনসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন বাংলা স্কুলের শিক্ষক প্রফেসর মিছবাহ কামাল, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ও সালেহ আহমদ, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, এসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ সিরাজুল ইসলাম, বোর্ড মেম্বার মোস্তাক আহমদ হেলাল, ইসি মেম্বার সুহেল আহমদ (লক্ষণাবন্দ), বোর্ড মেম্বার সুহেল আহমদ (ঢাকাদক্ষিণ), গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের ট্রেজারার মিকাইল চৌধুরী, হেলপিং হ্যান্ডস ইউকের সাবেক সভাপতি মোর্শেদ আলম চৌধুরী রাহী, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের ভাইস প্রেসিডেন্ট সেলিম আহমদ, হেলাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য কেরাত প্রতিযোগিতা পরিচালনার জন্য ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়াকে আহ্বায়ক করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন রায়হান উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, কবির আহমদ, আব্দুল বাছিত, মোস্তাক আহমদ হেলাল ও সুহেল আহমদ।
অনুষ্ঠানে ট্রাস্টের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কেরাত প্রতিযোগিতার পর অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা নতুন প্রজন্মকে ইসলামি শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে।
কেরাত প্রতিযোগিতার একমাত্র স্পন্সর ছিল ওয়েস্ট গেইট সলিসিটরস এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের অর্থ দান করেন জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানু এবং অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব।
পরে ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।