বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ২০২১ সালে দ্বিতীয়বারের মতো বিবাহবিচ্ছেদ করেন। তবে প্রাক্তন দুই সঙ্গীর সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন তিনি। বিচ্ছেদের চার বছর পর, ৬০তম জন্মদিনে নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন আমির।
এদিকে, জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন না তার মেয়ে ইরা। মুম্বাই ফিরেই বাবার সঙ্গে দেখা করতে যান তিনি। দীর্ঘ সময় কাটানোর পর বের হওয়ার সময় ইরাকে কাঁদতে দেখা যায়। গাড়িতে ওঠার সময় চোখের জল মুছতে মুছতে যাচ্ছিলেন তিনি, পাশে ছিলেন আমির, যিনি তাকে শান্তনা দিচ্ছিলেন।
অনেকে মনে করছেন, বাবার থেকে দূরে থাকার কষ্টেই ইরা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তবে অনেকে আবার ধারণা করছেন, বাবার নতুন সম্পর্কের খবরই তাকে নাড়া দিয়েছে। একটি ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের অনুমান, তৃতীয়বার সম্পর্কে জড়ানোর ঘোষণাতেই মানসিকভাবে আঘাত পেয়েছেন ইরা।
ছোটবেলা থেকেই বাবার কাছের মানুষ ছিলেন ইরা। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিচ্ছেদের পরও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি, তখন বাবাই তার পাশে ছিলেন। এবারও সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটল কিনা, তা নিয়ে চলছে নানা আলোচনা।