ইবি থানা প্রতিনিধঃ
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের কৃষি জমির মাটি কেটে তৈরি হচ্ছে পুকুর। হুমকির মুখে পড়েছে ঝাউদিয়া ইউনিয়নের কাশিনাথপুর সড়কটি।
গতকাল সোমবার দুপুর ২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় ঝাউদিয়া ইউনিয়নের কাশিনাথপুরের রাস্তার পাশে কৃষি জমিতে ভ্যাকু দিয়ে গভীর পুকুর কাটা হচ্ছে,ভ্যাকু দিয়ে মাটি কেটে অবৈধ ট্রলিতে মাটিগুলো স্থানীয় ভাটায় বিক্রি করা হচ্ছে।

এই অবৈধ ট্রলিতে মাটি কাটার কারণে সরু রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ও পাশের জমিগুলোও পড়েছে হুমকির মুখে।
এই বিষয়ে স্থানীয় অনেকেই বলেন এই মাটি কাটার কারণে রাস্তা ভেঙে চলাচল করা যাচ্ছে না। এছাড়াও রাস্তার পাশে পুকুর কাটাতে রাস্তাটি রয়েছে হুমকির মুখে।
এই বিষয়ে ঝাউদিয়া ক্যাম্প ইনচার্জ বলেন মাটি কাটার মালিক কে ডাকা হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন আমি স্থানীয় ক্যাম্প ইনচার্জকে অবগত করেছি তারা ব্যবস্থা নিচ্ছে। হুম